Pages

Popular Posts

Thursday, March 16, 2017

গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা-(৩)

ictdevisiond
স্টাফ রিপোর্টার ॥

গোয়ালন্দ দৌলতদিয়া ফকির আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে  আউটসোর্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজ শ্রেনীকক্ষে গোয়ালন্দনিউজ.কম, গোয়ালন্দ আইসিটি ডিভিশন ও একসেস টু ইনফরমেশন (a2i)- এবং গোয়ালন্দ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তা নাসিম মাহমুদ ইভান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৌলতদিয়া ফকির আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মহিবুল হাসান মইন,শূণ্য এসোসিয়েশন এর সহসভাপতি আজিজুল পাপিন,মনোয়ার হোসেন সজল, নাজমুল হোসেন রাতুল আহমেদ প্রমুখ ।
pdcgoalundo


কর্মশালায় প্রশিক্ষক মোঃ শৈবাল বিশ্বাস আউটসোর্সিংয়ের জন্য একাউন্ট খোলা, কাজ পাওয়ার সুযোগ, কিভাবে কাজ করতে হবে, কি কি কাজ করা যাবে এবং কাজের পেমেন্ট কিভাবে আনতে হবে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উলেখ্য গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টার এর কম্পিউটার ট্রেনিং সেন্টারে ১০ টি কোর্সে ভর্তি চলছে।

  Subject:    1.Basic computer--------with a2i certificate gov  1500/=
                   2.Advance intarnet-------                                         2000/=
                   3.Adove photoshope-----                                         3000/=
                   4.SEO(search engine optimization)----                  5000/=
                   5.Affiliate marketing--------                                    2000/=
                   6.SMM (social media marketing)---                       1500/=
                   7.youtube marketing-------                                      3000/=
                   8.Referal marketing--------                                      2000/=
                   9.CPA marketing------                                              3000/=
                  10.Survay work----                                                    4000/=


ভর্তিইচ্ছু আগ্রহিদের গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। যোগাযোগ-০১৭২৬৫৯৫৯২৮,০১৮৩৪৫৬৪৬৩৪
মেইলঃ goalundonews@gmail.com ওয়েবসাইটঃ www.pdcgoalundo.blogspot.com
                                                                                                        ictdevisions


Monday, March 6, 2017

আজ ঐতিহাসিক ৭ মার্চ

pdc goalaunda is one of th best news to find latest news of world wide
ঐতিহাসিক ৭ মার্চের ভাষন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের জন্য ৭ মার্চ ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ওই ভাষণটি তিনি ১৯৭১ সালের উত্তাল এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) প্রদান করেছিলেন। যা পরবর্তীতে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হয়ে আসছে, সমসাময়িক দেশীয় রাজনীতিতেও প্রভাবক হিসেবে কাজ করে অমর ওই ভাষণটি।

স্বাধীনতার স্বপ্নে বিভোর লাখো জনতার উদ্দেশে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ওইদিন বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর ঠেকাতে পশ্চিম পাকিস্তানীদদের টালবাহানায় মুক্তিপাগল বাঙ্গালি বিক্ষুব্দ হয়ে ওঠেছিল। ৩ মার্চের জাতীয় কাউন্সিলের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মূলতবি ঘোষণা করা হলে ২ ও ৩ মার্চ দেশব্যাপী হরতাল পালিত হয়।



এমন পরিস্থিতিতে ৭ই মার্চের ভাষণ স্বাধীনতাকামী বাঙ্গালীদের সামনে দিকনির্দেশনা নিয়ে আসে। যা সেই অপেক্ষার অবসান ঘটায়। যা বিদ্যুৎ-গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ে। ওইদিন বেলা তিনটা ২০ মিনিটে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে উপস্থিত হন। তখন লাখো মানুষের উপস্থিতিতে রেসকোর্স ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। স্লোগান ছিল পুরো ময়দানজুড়ে ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’।

১৯ মিনিটের জ্বালাময়ী ভাষণে বঙ্গবন্ধু যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে’। যুদ্ধের দিনগুলোতে যা অনুপ্রাণিত করে গেছে বাঙালিদের। রাষ্ট্রীয়ভাবে ঐতিহাসিক আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

দিনটি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে। সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে দলটির নেতাকর্মীরা। পাশাপাশি সকাল ৮ টায় দেশব্যাপী ঐতিহাসিক ভাষণটি প্রচার ও সভা-সমাবেশের আয়োজন করা হবে।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুগে যুগে বাঙালি জাতিকে শক্তি ও সাহস যুগাবে। এই ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির ইতিহাসে চিরন্তন ও সার্বজনীন হয়ে থাকবে।

কাদের বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি একটি ধ্রুপদি শিল্প হয়ে বিশ্বের বিভিন্ন পুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। বাঙালি জাতির নিরন্তর লড়াই ও মুক্তির সংগ্রামে ৭ মার্চের ভাষণ অবিনাশী চেতনা নিয়ে বারবার ফিরে আসে।

সংগৃহীত।

Wednesday, March 1, 2017

এখন পুলিশ ক্লিয়ারেন্স সনদ পাওয়া যাবে অনলাইনে

best ict goalundo pourosova digital center
Bangladesh police
পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে এখন পুলিশের কোনো কার্যালয়ে বা থানায় যেতে হবে না। অনলাইনে আবেদন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই সনদটি পাওয়া যাবে। আর সনদে থাকবে কিউআর কোড, যা স্ক্যান করে সরাসরি পুলিশের ওয়েবসাইট থেকে ইস্যু হওয়া সনদের ডিজিটাল কপি দেখা যাবে। যার ফলে বিদেশি মিশনগুলো অনলাইনে খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সনদ যাচাই করতে পারবে।
গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশ পুলিশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির যৌথ আয়োজনে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত ডিআইজি (আইসিটি) ব্যারিস্টার হারুন অর রশিদ, কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স চালুর ফলে সেবাপ্রত্যাশী জনগণের অর্থ ও সময় সাশ্রয় হবে। তাঁরা হয়রানির শিকার হবেন না। এতে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
সভাপতির বক্তব্যে আইজিপি জনসেবামূলক কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তিতে পুলিশ অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে পুলিশ পিছিয়ে নেই।
নতুন এই কার্যক্রম সম্পর্কে অনুষ্ঠানে জানানো হয়, বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরা দেশে বা দেশের বাইরে যেকোনো জায়গায় pcc.police.gov.bd ঠিকানায় অথবা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স মেন্যুতে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ফি পরিশোধের চালান স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীর ব্যক্তিগতভাবে থানায় যাওয়ার প্রয়োজন হবে না।
এরপর আবেদনকারী অনলাইনে তাঁর আবেদনের সর্বশেষ অবস্থা নিয়মিত জানতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্বাক্ষর, পুলিশ সুপার বা পুলিশের উপকমিশনারের প্রতিস্বাক্ষর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যয়ন হওয়ার পর আবেদনকারী সশরীরে গিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় বা মহানগরের পুলিশ কমিশনারের কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস কাউন্টার থেকে সনদ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি আবেদনকারী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্টিফিকেট গ্রহণ করতে চাইলে সেটি উল্লেখ করে কুরিয়ার সার্ভিসের ফি পরিশোধ করতে হবে।
এই অনলাইন সনদের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটিতে একটি কিউআর কোড প্রিন্ট করা থাকে। যেকোনো স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যানার অ্যাপ ব্যবহার করে কোডটি স্ক্যান করলে ইস্যু হওয়া সনদের একটি অনলাইন লিংক পাওয়া যাবে। লিংক থেকে একটি অবিকল ডিজিটাল কপি পাওয়া যাবে। ফলে এই সনদ জাল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না এবং যেকোনো বিদেশি মিশন অনলাইনে এটা যাচাই করতে পারবে।
source: dailyictnews

Tuesday, February 28, 2017

গোয়ালন্দ পৌরসভায় চলছে আউটসোর্সিং ট্রেনিং.....!!!

Goalundo pourosovai khola hoyese P.D.C goalundo name outsourcing center ....
ekhane outsourcing somporke somostho totho dua hoi....
its a pdc goalundo ict devisions goalunda pourosova
Goalundo pourosova

ebong outsourcing koranor jonno
seo=search engine optimization
sem=search engine marketing
smm=social media marketing
E-mail marketing
Referral marketing
Affiliate marketing
Inbound marketing

sekhano hoi.....
 esarou jekono website er visitor incrase....
or direct product leads toiri kora hoi....

amader sathe jogagoj er thikana...

pdc goalundo,goalundo pourosova, goalundo- rajbari

Mail :-glbit46@gmail.com

phone :01726595928
              01790701866
our website: ictdevisions
 

Goalundo news

time

About