ictdevisiond |
স্টাফ
রিপোর্টার ॥
গোয়ালন্দ দৌলতদিয়া ফকির আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজ শ্রেনীকক্ষে গোয়ালন্দনিউজ.কম, গোয়ালন্দ আইসিটি ডিভিশন ও একসেস টু ইনফরমেশন (a2i)- এবং গোয়ালন্দ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ
পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তা নাসিম মাহমুদ ইভান এর সভাপতিত্বে অনুষ্ঠিত
কর্মশালাপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৌলতদিয়া ফকির আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ ।
অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন জনাব মহিবুল হাসান মইন,শূণ্য এসোসিয়েশন এর সহসভাপতি
আজিজুল পাপিন,মনোয়ার হোসেন সজল, নাজমুল
হোসেন রাতুল
আহমেদ প্রমুখ ।
pdcgoalundo |
কর্মশালায় প্রশিক্ষক মোঃ শৈবাল বিশ্বাস
আউটসোর্সিংয়ের জন্য একাউন্ট খোলা, কাজ পাওয়ার সুযোগ, কিভাবে কাজ করতে হবে, কি কি কাজ
করা যাবে এবং কাজের পেমেন্ট কিভাবে আনতে হবে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য
প্রদান করেন। উলেখ্য গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টার এর কম্পিউটার ট্রেনিং
সেন্টারে ১০ টি কোর্সে ভর্তি চলছে।
Subject: 1.Basic computer--------with a2i certificate gov 1500/=
2.Advance
intarnet------- 2000/=
3.Adove
photoshope----- 3000/=
4.SEO(search
engine optimization)----
5000/=
5.Affiliate
marketing-------- 2000/=
6.SMM (social
media marketing)---
1500/=
7.youtube
marketing------- 3000/=
8.Referal
marketing-------- 2000/=
9.CPA
marketing------ 3000/=
10.Survay
work---- 4000/=
ভর্তিইচ্ছু আগ্রহিদের গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। যোগাযোগ-০১৭২৬৫৯৫৯২৮,০১৮৩৪৫৬৪৬৩৪
0 comments:
Post a Comment